রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুর জেলার সাধারণ মানুষের মাঝে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের জন্য জেলা পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পৌর মেয়র ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
জেলায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, (২১ এপ্রিল), বুধবার বিকেল ৫ টা পর্যন্ত জেলায় নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ছিলো ২১ টি। এর মধ্যে ৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ৪ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২ জন ও গাংনী উপজেলায় ২ জন। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৬৪৬৯ টি। মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৪৫ টি। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৫ জন, গাংনী উপজেলায় ২১ জন এবং মুজিবনগর উপজেলায় ৯ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৯ জন, গাংনী উপজেলায় ৭ জন এবং মুজিবনগর উপজেলায় ২ জন।
সুস্থ্য হয়েছেন ৭৬৭ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৪৪২ জন, গাংনী উপজেলায় ২৪০ জন এবং মুজিবনগর উপজেলায় ৮৫ জন। ট্রান্সফার্ডের সংখ্যা ৬৪ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৪৮ জন, গাংনী উপজেলায় ১৪ জন এবং মুজিবনগর উপজেলায় ২ জন।
সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে, নিয়মিত সাবান পানি দিয়ে ভাল ভাবে হাতমুখ ধোয়ার অভ্যাস বজায় রেখে, মাস্ক পরিধান করে, জনসমাগম এড়িয়ে চলে এবং হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন মেহেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন।