সঞ্জিত ডাকুয়া; বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা উপজেলায় পারিবারিক কলহের সময় স্থানীয় কিছু সন্ত্রাসী একটি বসত ঘরে ঢুকে পরিবারের লোকজনকে মারধর,ঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে । এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে, তবে হামলার শিকার জাহিদুল খানের অবস্থা আশংকাজনক । উপজেলার চাদঁপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড নারকেলতলা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় অভিযোগ করা হলে ও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকে বের হয় খুবই কম। এই সুবাদে নারকেলতলা আবাসন এলাকায় বসবাসকারী বাদল, হানিফ ও সাকিলসহ বেশ কয়েকজন মিলে সংঘবদ্ধ হয়ে একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলে। এ সস্ত্রাসী দলটি এলাকার নিরীহ মানুষদের হামলা, লুটপাট, মারধর ও নির্যাতন চাঁদাবাজীসহ হয়রানি করে আসছে।
তাদের এই অপকর্মের কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলা করে হয়রানী করা ও বহু অভিযোগ রয়েছে ওই গ্রুপটির বিরুদ্ধে। তেমনি আবাসন এলাকার ২৪ ব্যারাকের বসবাসকারী জাহিদুল খানঁ গত ১৬ জুন রাত সাড়ে ১২ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রী ঝগড়া হয়। এক পর্যায় স্বামী-স্ত্রীর বাক-বিতন্ডাকে কেন্দ্র করে জাহিদুলের বসত ঘরে প্রবেশ করে বাদল, হানিফ, সাকিলসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই জাহিদুলকে মারধর শুরু করে তারা। এ সময় বাবা ইদ্রিস খানঁ, মা জমেলা বেগম, প্রতিবেশী আঃ সালাম, আবুল বাসারসহ এলাকাবাসী ঠেকাতে গেলে তাদেরও বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করে তারা।
এ সময় জাহিদুলের ঘরে ভাংচুর চালিয়ে স্বর্নালংকারসহ নগদ প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ করে জাহিদুল। এতে গুরুতর আহত হয় ইদ্রিস আলী (৫০), জমেলা বেগম (৪৫), হাবিবুর রহমান (৫৫), আঃ সালাম (৫২) আবুল বাসার (৫০) ও গৃহকর্তা জাহিদুল খাঁন (৩৫)।

এ ব্যাপারে বাদল, হানিফ, সাকিল, মনি বেগম ও সোনিয়াসহ কয়েকজনকে আসামী করে মোংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নারকেলতলা আবাসন সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান জানান, এ আবাসনে হাজার হাজার লোকের বসবাস। তারা বিভিন্ন ইউনিয়ন থেকে অসহায় , গরিব ও নিরিহ লোকজন এসে এখানে বাস করছে কিন্তু হানিফ এলাকায় একটা সন্ত্রাসী গ্রুপ তৈরী করে মাদক বেচাকেনাসহ বিভিন্ন প্রকার অপরাধ মুলক কর্মকান্ড চালাচ্ছে। তাদের অত্যাচারে মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই গ্রুপটির বিরুদ্ধে বহু মামলাও রয়েছে। প্রতিবাদ করলে তারা আবাসনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার বয়োজ্যেষ্ঠদের প্রতিনিয়ত অপমান করে। কিন্ত সম্প্রতি গড়ে ওঠা এ গ্রুপটির বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছে এলাকাবাসী ।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির আলম বলেন, নারকেলতলা আবাসনের এলাকায় ভাংচুর ও মারধরের ঘটনার একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *