ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ ২৭ অক্টোবর/২১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়না এলাকায় এক শিশুকে মোবাইলে ভিডিও গেম খেলতে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত যুবক- পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে ইন্তাজুল ইসলাম (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানাযায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে শিশুটি ওই যুবকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মোবাইলে ভিডিও গেম খেলতে দেওয়ার কথা বলে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে মোবাইলে ভিডিও গেম খেলতে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির আত্মচিৎকারে তাঁর মা ছুটে আসে। পরে কাঁদতে কাঁদতে শিশুটি তাঁর মাকে ঘটনাটি বললে, পরিবারের লোকজন এসে থানায় মামলা দায়ের করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় থানায় মামলা হলে আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।