এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার দুপুরে ‘জনসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ শাহ ই আলম বাচ্চু। বেসরকারি সংস্থা বাঁধন এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাডঃ মনিরুল হক তালুকদার, জেলা পরিষদের সদস্য আফরোজা আক্তার লিনা, মাহামুদা আক্তার মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শর্মি রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমাউন কবির মোল্লা । অনুষ্ঠানটি সঞ্চলনার ছিলেন বাঁধন এর জেলা সমন্বয়কারী সোহাগ হাওলাদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *