শেখ সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার পুনরায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ায় রোববার শুকরানা দোয়ার আয়োজন করার হয়েছে।

উপজেলা ও পৌর তাঁতী লীগের আয়োজনে জোহরবাদ মোরেলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এ শুকরানা দোয়ার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগ সভাপতি মো. হাসানুজ্জামান বাবু, পৌর সভাপতি এ্যাড.খান আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ তালুকদার প্রমুখ।

সভায় বক্তরা বলেন, তৃতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদারকে দলীয় প্রার্থী হিসেবে চ‚ড়ান্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশপাশি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন