শেখ সাইফুল ইসলাম কবির :
আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ মুজিববর্ষ উপলক্ষ্যে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফহিমা খানম ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে কোন লোক গৃহহীন থাকবে না। দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনার অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে। পদœা সেতু নির্মান দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি অর্জন।
প্রেস ব্রিফিং এ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান সহ সুধিজন উপস্থিত ছিলেন।