শেখ সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্ব›িন্ধতায় বেসরকারীভাবে মেয়র নিবার্চিত হয়েছেন। এ নিয়ে একাধারে চতুর্থ বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, মেয়র পদের অপর দুই প্রার্থী বিএনিপ’র ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র্য প্রার্থী আব্দুল মজিদ জব্বার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আর এ কারনে বর্তমান মেয়র আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে নিবার্র্চিত হয়েছেন।
তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামি ৩০শে জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।