এস.এম. সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হতদরিদ্র ও নিবন্ধিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
এলাকার শিশুকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, শিশুদের সুরক্ষা , অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি হতদরিদ্র ও নিবন্ধিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে প্রোগ্রাম ম্যানেজার মো, নিজাম আহাম্মেদ জানান ।
একইদিনে ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ উপলক্ষ্যে উপজেলা চত্বরে মানববন্ধন করেছে।