শেখ সাইফুল ইসলাম কবির:”ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে সেবাবও সুযোগ প্রান্তজনে”এই স্লোগানকে সামনে রেখে” জাতীয় সমাজসেবা দিবস” উদযাপন২০২১ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪১ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে প্রনোদনার চেক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পক্ষে প্রনোদনার চেক বিতরণ করেন।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তর আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, মুজিব শতবর্ষ ও করোনা মহামারির প্রেক্ষাপটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে প্রনোদনার আওতায় নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রতিবন্ধি ক্ষার্থীদেরকেও প্রওনোদনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *