এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৩ জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অফিসার্স ক্লাবে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, সাংবাদিক গনেশ পাল, মা সংসদের নারী নেত্রী সুফিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমাজ উন্নয়নে নারীদের বিশেষ অবদান রাখায় জাহানারা বেগম, রুনা আক্তার ও সুপিয়া বেগম সহ ৩ জয়িতাকে সন্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। এর পূর্বে ‘নারী নির্যাতন বন্ধ করি,কমলা রংয়ের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।