ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: “সাইক্লিং করে দেখবো দেশ, মাদক মুক্ত রাখবো বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির দুই মডারেটর রাজীব দে অনিক ও সৈয়দ রাফিউল ইসলাম বাইসাইকেলযোগে দেশের এক প্রান্ত সাতক্ষীরা জেলার ভোমরা জিরো পয়েন্ট থেকে দেশের আরেক প্রান্ত সিলেটের তামাবিল জিরো পয়েন্ট পর্যন্ত ভ্রমণ করেছেন। সাইক্লিং এর ভাষায় এ ধরনের ভ্রমণকে বলা হয় ক্রস কান্ট্রি রাইড। গত ১২ জুলাই সন্ধ্যায় সিলেট থেকে বাসযোগে তারা সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরদিন দুপুর নাগাদ সাতক্ষীরা পৌছান। পরে ১৪ জুলাই শুক্রবার ভোরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে বাইসাইকেল যোগে তারা ক্রস কান্ট্রি রাইড শুরু করে সাতক্ষীরা, যশোর, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাম্মণবাড়ীয়াসহ কয়েকটি জেলা ঘুরে প্রায় ৭শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ ১৯ জুলাই বিকেলে সিলেটের তামাবিল সীমান্তে পৌছে সফলভাবে ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন করেন। মোবাইল ফোনে আলাপকালে এ দুই সাইক্লিষ্ট রাজীব দে অনিক ও সৈয়দ রাফিউল ইসলাম জানান, মাদকের ভয়াবহতা সাধারণ মানুষের সামনে তুলে ধরে সচেতনতা সৃষ্টি ও সাইক্লিং এর প্রতি মানুষের আগ্রহ বাড়াতে তারা এ ক্রস কান্ট্রি রাইডে বের হন। রাইডের শুরু থেকে শেষ অবধি যারা তাদের সহযোগিতা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।