ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পুরণ করি’-এই প্রতিপাদ্য নিয়ে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ ২০১৬ (১২-১৭নভেম্বর) উপলক্ষ্যে এডভোকেসী ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ.কে.এম. আব্দুস সোবহানের সভাপতিত্বে ও পরিচালনায় জেলা ইপিআই ভবনে অনুষ্ঠিত এ এডভোকেসী ও প্রেসব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকারিয়া, সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: পার্থ সারথী দত্ত কানুগো। বক্তব্য রাখেন- ডা: বিনেন্দু ভৌমিক, ডা: বিশ্বজিত ভৌমিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান, ইউনিসেফ প্রতিনিধি মো: লুৎফুর রহমান খান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, সাংবাদিক আকমল হোসেন নিপু প্রমুখ। এডভোকেসী ও প্রেসব্রিফিং অনুষ্ঠানে জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সরকারী কর্মকর্তাগন ও এনজিও প্রতিনিধিগন অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *