mail-google
শ. ই. সরকার জবলু, বিশেষ প্রতিনিধি ::
মৌলভীবাজারে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ (পিএসপি) এর ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন আহমদকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রবাসী সমাজকল্যাণ পরিষদ। গতকাল সন্ধা সাড়ে ৭টার দিকে শহরের ওয়েষ্টার্ন মিনি চাইনিজ রেষ্টুরেন্টে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ (পিএসপি) এর সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি, প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি শাহিন আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। আসন গ্রহণ ও কুশল বিনিময়ের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমসাদ আহমদ সুমন ও দৈনিক মুক্তখবর পত্রিকার জেলা প্রতিনিধি জিতু তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক শ. ই. সরকার জবলু, শারমিন খান, পিএসপি’র ক্রিড়া সম্পাদক শামীম আহমদ, সদস্য রাজন আহমদ ও মাজেদ প্রমুখ। এরপর প্রবাসী সমাজকল্যাণ পরিষদ (পিএসপি) এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *