মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার হাজীপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরিফ হোসেন নামে একজন প্রতিবন্ধী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। শনিবার (২৪ জুন ) রাত ১০ টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে আহত আরিফ হোসেন (১৮) মারা যান। নিহত আরিফ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের আরবেশ আলীর ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হাজীপুর গ্রামে একটি যৌথ মালিকানার পুকুরে হান্ডি-বাসন ধোয়াকে কেন্দ্র করে প্রথমে বাড়ির নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুকুরের এক অংশের মালিক আরবেশ আলী ও আব্দুল খালিক মেম্বারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এ দুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের সাত জন আহত হন।এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আরিফ নামে এক শারীরিক প্রতিবন্ধী মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শ্রীমঙ্গল থানার সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।