মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে মঙ্গলবার (১৮ জুলাই) সেলুন কর্মচারী অন্তত মালাকার (২৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্তত মালাকার রাজনগর উপজেলার ধিরেন্দ মালাকারের ছেলে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ইসলামপুর এলাকার রাস্তার পাশে খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল আহম্মদ এমএনএকে জানান, সে দীর্ঘদিন যাবত চাঁদনীঘাট এলাকার একটি চুল কাটার সেলুনে কাছ করত। গতকাল(১৭ জুলাই) সোমবার রাত থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে ইসলামপুর এলাকার রাস্তার পাশে একটি খালের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সুত্রে জানা যায়, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে।