ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলা সদরে কর্মরত সংবাদিকদের সাথে জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকান্ডের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পরামর্শ বিষয়ক এক মতবিনিময় করেছেন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী । গতকাল ১৩ ফেব্রুয়ারী সোমবার সকালে সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে জেলা ইপিআই ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকান্ডের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপণ করা হয় । এরপর জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকান্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ ও প্রস্তাব আকারে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সু-চিন্তিত মতামত-পরামর্শমূলক বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, আকমল হোসেন নিপু, সৈয়দ মহসিন পারভেজ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নজরুল ইসলাম মুহিব, ফেরদৌস আহমদ দুলাল, শ. ই. সরকার জবলু, ছালেহ এলাহী কুটি, পান্না দত্ত, হাসানাত কামাল, নুরুল ইসলাম, হোসাইন আহমদ, এ এস কাকন, সৈয়দ বয়তুল আলী প্রমুখ । এছাড়াও বক্তারা জেলার স্বাস্থ্যসেবার উন্নতিকল্পে সম্ভবরকম সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করেন । মতবিনিময় সভায় জেলা সদরে কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন অংশগ্রহন করে ।

বাংলা একাডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *