আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, মৌলভীবাজার মডেল থানার এস আই মো: গিয়াস উদ্দিন, এস আই নব গোপাল দাশ, এস আই পরিমল চন্দ্র দেব, এস আই রনেশ ভট্রাচায্য সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১২ টায় চুবড়া রোড এলাকা হইতে প্রতারনা মামলার এক বছরের সাজা প্রাপ্ত আসামী রিপন আহম্মদ (২৭), পিতা: মৃত: আনছার মিয়া, সাং মিরপুর, থানা ও জেলা: মৌলভীবাজারকে গ্রেফতার করে। পুলিশ জানায় সে দীর্ঘ দিন পলাতক ছিল।