ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ৭ম জাতীয় সম্মেলন মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সংগঠনের ৭ম জাতীয় সম্মেলনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার এনডিএফ-এর উদ্যোগে ২০ ফেব্রুয়ারি শহরের চৌমুহনাস্থ কার্যালয় হতে এক প্রচার মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। মিছিল পরবর্তীতে সন্ধ্যার সময় জেলা এনডিএফ’র সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্টিত কার্যালয়ে এক সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন এনডিএফ’র জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সভাপতি মোঃ মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্টঃ ২৪৫৩ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, হোটেল শ্রমিকনেতা আব্দুল আজিজ প্রধান, সিরাজুল ইসলাম খান, সোহেল আহমেদ সুবেল প্রমূখ। সভায় আগামী ২৪ ফেব্রয়ারি রাতে ১০০ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে বাস যোগে কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য এক সাম্রাজ্যবাদ ও তার দালালদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদ ও তার দালালদের শাসন নয় সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা মুৎসুদ্দিপুঁজি বিরোধী শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সংবিধান ও সরকার প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করার আহবানে অনুষ্ঠিত ৭ম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন এনডিএফ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জননেতা ডা. এম এ করিম। সভা থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ ও রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সাম্রাজ্যবাদী দেশ ও সংস্থা সমূহের সাথে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহাবান জানান।