মোঃ আলাল আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলায় আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্টিত হয়। উক্ত সভায় যোগদান করেন মৌলভীবাজার -০৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ। এছাড়াও উক্ত সভায় উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব জনাব আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান , জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আজিজুর রহমান , সদর উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিভিল সার্জন ও COVID-19 প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ । উক্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হোন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব শাহব উদ্দিন। এরপর মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে উপহারসরুপ খাদ্য সামগ্রী পৌছে দেন মাননীয় সাংসদ জনাব নেছার আহমদ ও সচিব জনাব আমিনুল ইসলাম খান।