ইয়াসমিন সুলতানা,বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)র ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর নির্দেশে নিয়মিত মাদক অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ ডিবি পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ ৩০ শে অক্টোবর রোজঃ শুক্রবার সন্ধায় ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক আহাম্মেদ এর নেতৃত্বে ডিবির এসআই আব্দুল জলীল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, এ অভিযানে ১২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীক গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকা থেকে আজ শুক্রবার সন্ধা আনুমানিক ৬ ঘটিকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হলো, ময়মনসিংহ নগরীর নওমহল সারদা ঘোষ রোডের মৃত মোতাহার হোসেন বাচ্চুর ছেলে আউলাদ হোসেন ওরফে সুজন ও নগরীর কালিবাড়ি রোডের মৃত রমজান আলীর ছেলে মেহেদী হাসান ওরফে সুমন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন