মো: নাজমুল হুদা মানিক \
বাংলাদেশ কৃষক লীগ ময়মনসিংহ জেলা শাখার কর্মী সভা ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল ভিপি বাবুল এর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান সাকিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ক্ষেত মজুর সম্পাদক ইসহাক আলী সরকার প্রমুখ। এ সময় ময়মনসিংহ জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ ও উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন বক্তব্য রাখেন। কমর্ী সভায় বিভিন্ন উপজেলার কৃষকলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা সম্মেলনের ব্যাপারে বক্তব্য রাখেন ও সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়।