মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১৪ এপ্রিল বিকাল ৫টা হতে ময়মনসিংহ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ময়মনসিংহ জেলা লকডাউন থাকবে। লকডাউন চলাকালীন সময়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এক গনবিজ্ঞপ্তিতে জানান, এতদ্বারা জেলার সর্বসাধারনের অবগতির জন্য জানান যাচ্ছে যে, প্রানঘাতি করোনা ভাইরাস সংক্রমন ঝুঁিক মোকাবেলায় “করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, ময়মনসিংহ” এর সভার সিদ্ধান্ত ও সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রমন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইন ২০১৮ এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা মোতাবেক ময়মনসিংহ জেলাকে অবরোদ্ধ ঘোষনা করা হলো। ময়মনসিংহ জেলায় সর্বসাধারনের প্রবেশ ও প্রস্তান নিষেধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবেনা। জেলা অভ্যন্তরে আন্ত: উপজেলা যাতায়তের ক্ষেত্রেও এইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে। সকল ধরনের গনপরিবহন, জনসমাবেশ পুর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ বা সংগ্রহ ইত্যাদি এর আওতা বহিভুত থাকবে। জনসাধারনের সামাজিক দুরত্ব বজায় রেখে ইতিপুর্বে জারিকৃত সকল আদেশ বলবত থাকবে। এই আদেশ ১৪ এপ্রিল বিকাল ৫টা হতে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।