রংপুর প্রতিনিধি.
রংপুরের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের বদলী আদেশ প্রত্যাহার করে রংপুরে পূর্নবহালের দাবীতে জনপ্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা মানববন্ধন সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল রোববার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা রংপুরবাসীর ব্যানারে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ রাষ্ট্র পরিচালনা ও সুদুরপ্রসারী চিন্তার কারনে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সরকারের প্রদর্শিত পথে রংপুর জেলাকে এগিয়ে নিতে রাতদিন নিরলস ভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন রংপুরের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। রংপুরের সকল জনগন, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বয় করে সরকারের উন্নয়নকে গতিশীল করতে তিনি ইতোমধ্যেই দক্ষতার স্বাক্ষর রেখেছেন। রংপুরকে করেছেন বিভাগের শ্রেষ্ঠ ডিজিটাল জেলা। গড়ে তুলছেন পরিছন্ন নগরী হিসেবে রংপুরকে। তিনি রংপুরের জেলা প্রশাসনের কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত সেবা পৌছে দেয়ার জন্য নিয়েছেন ব্যাপক সৃজনশীল পদক্ষেপ। জেলা প্রশাসকের কার্যালয়কে করে তুলেছেন সকল শ্রেণির মানুুষের সেবার আলো ঘর। বক্তারা আরো বলেন, রংপুরের সকল পর্যায়ের মানুষ যখন দেখতে শুরু করেছিলো উন্নয়নের নতুন স্বপ্ন। এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মত রংপুর জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের বদলী আদেশ রংপুরবাসীকে হতাশ করেছে। আমরা মনেকরি এমন সিদ্ধান্তে রংপুরের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। রংপুরের সাধারণ মানুষের কাছে তার দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে হয়েছেন সমাদৃত। কবি-সাহিত্যিকদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্য নির্মাণ করেছেন সাহিত্যমঞ্চ, দীর্ঘদিন মুখ থুবরে থাকা ডায়াবেটিক সমিতির সংকট নিরসন, টেবিল টেনিস, টেনিস ক্লাবের কার্যক্রম চালু, শিক্ষা, সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরিসহ নানা ইতিবাচক কর্মকান্ড করতে সক্ষম হয়েছেন। ইতোমধ্যে জনসেবামূলক নানা কর্মসূচী হাতে নিয়েছেন, যা চলমান আছে। যেমন শ্যামা সুন্দরী খাল পূনঃসংস্কার, শিশুদের জন্য সুরভী উদ্যান সংস্কার, রাইফেল ক্লাব সংস্কার, মুক্তিযুদ্ধের স্মারক সংস্কার ইত্যাদি। আমরা মনে করি আকস্মিকভাবে জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারকে বদলী করা হলে চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ হবে। রংপুরকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারের উন্নয়ন জনগনের দোড় গোড়ায় পৌঁছাতে জেলা প্রশাসক রাহাত আনোয়ারকে রংপুরে পূর্নবহাল করা অত্যন্ত প্রয়োজন। বক্তারা, রংপুরের উন্নয়ন করার স্বার্থে জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারকে সিলেটে বদলি আদেশ বাতিল করে রংপুরে পুণর্বহাল করার দাবী জানান। সংস্কৃতিকর্মী রেজিনা সাফরিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম প্রামানিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম তালুকদার, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী, রংপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুনীল সরকার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, নাট্য সংগঠন নাট্যচক্রের সাধারণ সম্পাদক হাসান আলী, শ্রমিক নেতা শহীদুল ইসলাম হীরা, সম্মিলিত লেখক সমাজের পক্ষে রেজাউল করিম জীবন, সোহানুর রহমান শাহীন, মনজিল মুরাদ লাভলু, শাহ্ আলম, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি মাকসুদুর রহমান, কৃষিবীদ নার্সারীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত নাজমুন নাহার, বিশিষ্ট সমাজসেবক রুবী, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, উদ্যোক্তা আব্দুল বারী, যুব উন্নয়ন কর্মচারী লীগের রংপুর জেলা সভাপতি একেএম সাদেকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবী দেলোয়ার প্রমুখ। পরে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন