আরিফুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ সভার পর ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন এ সভাপতি পদে বিজয়ী শরিফা বেগম শিউলি সহ সকলকে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি মেছবাহুল আলম ও সম্পাদক আরিফুল ইসলাম জয় শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভায় সকাল সাধারণ সদস্যগনের সম্বতিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধক্ষ ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় মোঃ শিমুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাকি ৩ টি পদে নির্বাচন হয়। ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয় মোছাঃ শরীফা বেগম শিউলী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ রবিন চৌধুরী রাসেল, কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয় মোঃ মেহেবুর পারভেজ সুমন ।
নির্বাচনে রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন।