দিনাজপুর প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে রোববার ২২শে অক্টোবর সন্ধ্যায় দিনাজপুর নিমতলা মন্দিরে রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হক পিপিএম পরিদর্শনে এলে মন্দির কমিটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সিফাত-ই- রাব্বান, দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, পুলিশ পরিদর্শক মোঃ আতাউর, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর আদর্শ কলেজের সাবেক শিক্ষক পরিমল চক্রবর্তী তপন, নিমতলা মন্দির কমিটির সাধারন সম্পাদক উৎপল কুমার দাস, নিমতলা দূর্গা পূজা কমিটির সভাপতি কমল কুমার দত্ত, সাধারন সম্পাদক তাপস দাস, নির্বাহী সদস্য সুবীর চক্রবর্তী, সুকুমার দাস, রাজু বিশ্বাস ,শুভ ঘোষ, যুবলীগ ৩নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক সুব্রত বকসী টুন্নুসহ অন্যান্য ভক্তবৃন্দ।