রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস-জঙ্গী দমন ও আদালতের ওয়ারেন্ট তামিলে জুলাই ১৮ মাসে রংপুর রেঞ্জে কুড়িগ্রামের রৌমারী শ্রেষ্ঠ থানা র্নিবাচিত হয়। রৌমারী থানা শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওসি জাহাঙ্গীর আলমকে গণ সংর্বধনা দিয়েছে বন্ধু শিল্পকলা একাডেমী। গতকাল শনিবার সংগঠন টির ১৫ বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যা ৭টায় বাঞ্ছারচর বাজার মাঠে এ গণ সংবর্ধনা ও সাংকৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়।
সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আরএসডিএ সাবেক নির্বাহী পরিচালক ইমান আলী, কুড়িগ্রাম সরকারী কলেজের প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, সানন্দবাড়ি বাড়ি ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুস ছবুর ফারুকি, রৌমারী টেকনিক্যাল কলেজের প্রভাষক মাইদুল ইসলাম, সিএসডিকের পরিচালক আবু হানিফ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ছাইদুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, রৌমারী থানায় এর আগে আরো অনেক ওসি এসে ছিলেন, তারা কখনো রৌমারীকে শ্রেষ্ঠ থানা উপহার দিতে পারেননি। বর্তমান ওসি জাহাঙ্গীর আলম রৌমারী থানায় যোগদান করার পর থেকে উপজেলা আনাচে কানাচে তার পদচারণা। রাতদিন অক্লান্ত পরিশ্রম করে রৌমারী থানাকে মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস-জঙ্গী দমন ও আদালতের ওয়ারেন্ট তামিলে সাহসী ভুমিকা রেখেছেন। ফলে রৌমারী থানা রংপুর রেঞ্জের মধ্যে এই প্রথম রৌমারী থানা শ্রেষ্ঠত্ব অর্জন করে। এটা রৌমারী বাসির গৌরব। তারা আরো দাবী জানান রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম আরো দুই তিন বছর রৌমারীতে থাকুক। তবেই আমরা মাদক, সন্ত্রাস,জঙ্গী,ও জুয়া মুক্ত রৌমারী ঘোষনা করতে পারব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে ফুল ও ক্রেষ্ট ওসি জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন উপস্থিত সুধিজন ও শিশু বাচ্চারা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।