।।গোলাম মোস্তফা রাঙ্গা।।
২৭ নভেম্বর বুধবার আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক এ কে এম জিয়াউল আলম কর্তৃক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি চলমান ২য় ধাপ ২১ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের ৯০ জন এবং বেসিক কম্পিউটার প্রশিক্ষণের ৩০ জন প্রশিক্ষণার্থীর সাথে মত বিনিময় করেন এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, মোঃ ফরহাদ আলম চৌধুরী, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষক শরিফুল ইলসাম। অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণটি ১৭ নভেম্বর শুরু হয়, তা আগামী ৭ ডিসেম্বর শেষ হবে। অপরদিকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণটি ০৬ অক্টোবর শুরু হয় এবং তা শেষ হবে ১৪ ডিসেম্বর।