রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব আনছারের পিতা আব্দুল গফুর গতকাল সকাল সাড়ে ৮টার হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন বাড়িতে ভীড় জমান। গতকাল বাদ আছর শেখপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে তার জানাজা শেষে শেখপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জনাব আলহাজ¦ মোঃ মসিউর রহমান রাঙ্গা (এম.পি) প্রতিমন্ত্রী,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,মোস্তাফিজার রহমান মোস্তফা, আহবায়ক,রংপুর মহানগর জাতীয়পার্টি,রংপুর, আকতারুজ্জামান ভুট্টু,কাউন্সিলর,৩১নং ওয়ার্ড,রসিক,রংপুর,সামছুল হক,সভাপতি,৩১নং ওয়ার্ড,জাতীয়পার্টি, রংপুর সহ আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের সর্বস্তরের মানুষ।