তাজিদুল ইসলাম লাল,রংপুর।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের সময় স্থানীয় জনতা পাচারকারী সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে রমেক হাসপাতালে ষ্টোর গেইটের সামনে।
পুলিশ ঘটনাস্থলে এসে পাচারকারী দলের ৩টি ট্রাকসহ ৬ জনকে আটক করে পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নিয়ে যায়।
পুলিশ ও হাসপাতাল কর্মচারীদের সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার আনা-নেয়া করার গেটে ৩টি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৬৭৮১, ঢাকা মেট্রো ট-১৫-৭৬৮৩ ও ঢাকা মেট্রো ট-২২-৩১৩৬) আসে।
ট্রাকের চালক ও হেল্পারদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার ঢাকায় নিতে ট্রাকগুলো ভাড়া করে আনা হয়েছে।
ডাঃ রেজাউল করিম নামে এক ব্যক্তি এই সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করেছেন। অবৈধ ভাবে অক্সিজেন সিলিন্ডার পাচার’র ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদেরকে বাঁচাতে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে ট্রাকের চালক দিনাজপুর সদর উপজেলার আবুল কাশেমের ছেলে জহুরুল ইসলাম (৪৩), আসমত ফকিরের ছেলে আবুল কাশেম (৪৭), আইনুল হকের ছেলে সুজন হোসেন (২৯), চালকের সহযোগি দুলু রাম রায়ের ছেলে আশিক রায় (১৮), সুরুজ জামানের ছেলে সাইদ হাসান (২৯), আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলামকে (৩৪) আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট এভাবে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার বাহিরে পাচার করে আসছে। যারা ট্রাক ভাড়া করে এনেছে তারা এখনো ধরাছোঁয়ার বাইরেই আছে। সঠিক তদন্ত হলে অক্সিজেন পাচারের নেপথ্যে কারা বেরিয়ে আসবে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, ৩টি ট্রাক জব্দসহ পাচারকারীর ৬ সদস্যকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।