বিশেষ প্রতিনিধিঃ চট্রগ্রাম থেকে
রাঙ্গুনিয়ার ডাচবিনে নবজাতকের খবর পেয়ে
ওসি আলমগীর তাৎক্ষনিকভাবে টহলরত পুলিশকে নবজাতক শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন । নিজেও ছুটে আসেন সেখানে। প্রথমে একে খান এলাকার আল আমিন হাসপাতাল পরে আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানে ইনকিউবেটর খালি না থাকার কারণে শিশুটিকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নাম্বার ওয়ার্ডে । ঐ রাতে নিজে উপস্থিত থেকে শিশুটিকে নিবির পরিচর্যা কেন্দ্র (ইনকিউবেটর) এ চিকিৎসার ব্যবস্থা করেন পুলিশের এই কর্মকর্তা।
জানতে চাইলে তিনি বলেন, সদ্য প্রসব হওয়া ফুটফুটে একটি শিশু ড্রেনের মধ্যে মৃত্যুর সাথে লড়ছিলো। শিশুটি কোথায় থেকে এসেছে, কে ফেলেছে, কেনো ফেলেছে-ততসব ভাবার সময় তখন ছিলো না । তখন মনে হয়েছিলো এই শিশুটিকে বাঁচাতে না পাড়লে হয়তো আমি নিজের কাছেই হেরে যাবো-মরে যাবো।
তিনি বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিজের মুত্যু যন্ত্রণাকে খুব কাছে থেকে উপলদ্ধি করেছি আমি । উপলদ্ধি করেছি একজন সন্তান যখন মৃত্যু পথযাত্রী হয় ঠিক তখন একজন বাবার বুকে আঘাত করা ত্রিসুলটা কতটা বিষাক্ত আর যন্ত্রণার হয়।