মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ ৫টি ডাকাতি মামলার পলাতক কুখ্যাত ডাকাত মো অালী হোসেন (৩৫)কে আটক করেছে।সে দত্তগ্রামের মৃত কমরু মিয়ার পুত্র।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জুন)ভোররাতে এসআই আজিজুর রহমান, এসআই মোঃ আলাউদ্দিন ও এসআই মোঃ রাজীব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দত্তগ্রাম থেকে তাকে আটক করেন।রাজনগর থানার এস আই রাজিব হোসেন এমএনএকে জানান,সে মুন্সিবাজারের মিয়ারকান্দি গ্রামের ব্যবসায়ী সুলেমান মিয়ার বাড়ীতে ডাকাতি ঘটনার পলাতক আসামী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।