আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন বিএনপির এক নেতার বন্দুকের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকানে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এনাম আহমদ(৪০) সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম,এ হাকিম সুন্দর বকসের (৫৫) কথাকাঠাকাঠির একপর্যায়ে এম,এ হাকিম সুন্দর বকস তার লাইসেন্স করা দো-নলা বন্দুক দিয়ে এলোপাতারি গুলি শুরু করলে ৬ জন গুলিবিদ্ধ হয়। এরা হলেন, একই ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা আতিকুর রহমান (৪০), সোহেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩৩), জিয়াউর রহমান (৩৪), বেলাল আহমদ (৩৩) ও নাজেল মিয়া (২৯)। আহতদের প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেটের ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজনগর থানার এ,এস,আই রাজিব জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে থানায় মামলার প্রস্তুতি চলছে।