রাজনগর উপজেলা প্রতিনিধি :
মোঃ আলাল আহমদ :
মানুষ মানুষের জন্য,মানুষ মানুষের বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করবে এই মহাবানী সকলের ধর্মের মানুষ বলে আসলেও বাস্তবে সচরাচর চোখে পড়ে না। তবে সিলেট বিভাগের মৌলভীবাজার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামের দুবাই প্রবাসী মোমিন বক্স (৩৫) নামে একজন সাদা মনের মানুষের সন্ধ্যান পাওয়া গেছে।তার কর্মে এলাকাবাসী তাকে গরীব,অসহায় মানুষের অকৃত্রিম বন্ধু হিসাবে জানে। প্রবাসে অবস্থান করেও মোমিন বক্স সর্বদা গরীব,দুঃখী অসহায় মানুষকে নিঃস্বার্থ ভাবে সহযোগীতা করে চলেছেন।
মানুষ মানুষের জন্য, সমাজের বিত্তবানরা যদি মোমিন বক্সের মত হয়ে গরীব,দুঃখী,অসহায়দের বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেয় তবে দেশ ও সমাজ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মবে করে অভিজ্ঞ মহল।