ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে জয়পুরহাট জেলার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহান শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে স্বীকৃতি ও সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ২২ জন পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়েছে।
এ সময়ে জয়পুরহাট পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা এর উপস্থিতিতে ২০২১ ইং সালের আগস্ট মাসে জয়পুরহাট জেলায় ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন এবং সংঘটিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ হাবিবুর রহমান ও জেলা গোয়ন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম কে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ আব্দুল বাতেন বিশেষ পুরষ্কার প্রদান করেন।