ঝালকাঠি প্রতিনিধি:
রাজাপুরে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তিকে তিন দিনের পুলিশ রিমান্ডে এনেছে পুলিশ।বৃহস্পতিবার ঝালকাঠি বিচারিক আদালত শুনানী শেষে পুলিশের আবেদনে রিমান্ড মঞ্জুর করেন।এরা হলেন, সাতুরিয়া গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মো: আলতাফ হোসেন, দক্ষিন তারাবুনিয়া গ্রামের সৈয়দ হেমায়েত হোসেন ছেলে সৈয়দ রিপন ও ডহরশংকর গ্রামের আব্দুল হাতেম বেপারির ছেলে নান্ন মিয়া।
বুধবার পুলিশ অভিযান চালিয়ে তাদের ডাকাতির মামলায় গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করে।পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর রাজাপুর উপজেলার ফুলুহার গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। রাজাপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের হয়