ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পাকাপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মালামাল সহ পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-২৬৬২) উল্টে খাদে পরে৷ এ ঘটনায় মাইনদ্দিন (৪৩) নামের এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন৷ নিহত মাইনদ্দিন বামনা উপজেলার মৃত. আব্দুল জব্বার এর ছেলে ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর৷ নিহতের লাশ বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ৷ এ ঘটনায় আহত গাড়ির ড্রাইভার হাবিবুর রহমানের ছেলে সজীবকে ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাৎক্ষনিক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন৷