স্টাফ রিপোর্টারঃ
রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের সবারকুটি দুর্গা মন্দির চত্বরে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের (অক্টোবর-ডিসেম্বর, ২০১৯) জিওবি খাতের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিশু শিক্ষা, লিঙ্গ সমতা/বৈষম্য, বাল্যবিবাহ, মাদক, জঙ্গীবাদ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদিসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, সহকারি তথ্য অফিসার, প্রেসক্লাব, রাজারহাটের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম, স্হানীয় ইউপি সদস্য নারায়ণ চন্দ্র এবং এলাকার বিভিন্ন বয়সী নারী ও শিশু।