রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক ৪বছর পর এলজিএসপি প্রকল্পের আত্নসাতকৃত প্রায় ৫লক্ষ টাকা ফেরত প্রদান করেছেন। এরআগে কুড়িগ্রাম স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারঃ) সাত কর্মদিবসের মধ্যে তাকে আত্নসাৎকৃত টাকা ফেরতের নির্দেশ দিয়েছিলেন।

     জানা গেছে,উপজেলার হরিশ্বর তালুক দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে রাজারহাট ইউনিয়ন পরিষদ কতর্ৃক গৃহীত ও বিজিসিসি কতর্ৃক সুপারীশকৃত এলজিএস’পি প্রকল্পে ২০১৬-১৭ইং অর্থ বছরে বরাদ্দের ৪লক্ষ ৯২হাজার টাকা উত্তোলন করা হলেও কোন কাজ করা হয়নি। এবিষয়ে গত ১৪ফেব্রুয়ারী উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ মোল্লা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবু যৌথ স্বাক্ষরে উপজেলা নিবার্হী কর্মকতার্ সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে এলজিএস’পির কুড়িগ্রাম জেলা ফ্যাসিলিটেটর ফারুক আহমেদ অভিযোগের তদন্ত পূর্বক সরকারী অর্থ আত্নসাতের সত্যতা স্বীকার করে স্থানীয় সরকার কুড়িগ্রামের উপ-পরিচালক  বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের আলোকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারঃ) মোঃ হাফিজুর রহমান রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হককে ৭কর্ম দিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের এলজিএস’পি-৩এর ব্যাংক হিসাব খাতে আত্নসাতকৃত অর্থ জমা প্রদান পূর্বক জমার রশিদ ও ব্যাংক স্টেটমেন্ট এর কপি কাযার্লয়ে জমা করার নির্দেশ প্রদান করেন। এরপ্রেক্ষিতে গত ১১মে রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আত্নসাৎকৃত টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে জমা করে ১৮মে লিখিত ভাবে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালককে  অবহিত করেছেন।

     এরআগে একই রাস্তায় এলজিএসপি ও এডিপি’র একাধিক প্রকল্পে ৯লক্ষ ৫৮হাজার ৩৯৪টাকা আত্নসাতের অভিযোগে চলতি বছরের ১এপ্রিল স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নোটিশ জারী করা হয়েছিল। উক্ত বিভাগের উপসচিব মোঃ আবুজাফর রিপন স্মাক্ষরীত পত্রে রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হককে সে সময় পত্র প্রাপ্তির ১০কার্যদিবসের মধ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দাখিলের নোটিশ জারী করা হয়েছিল। নোটিশে কুড়িগ্রাম জেলা প্রশাসককে উক্ত চেয়ারম্যানের জবাব সংগ্রহ করে ১০কার্যদিবসের মধ্যে মতামত সহ প্রতিবেদন প্রেরন করতে বলা হয়েছে।

   এবিষয়ে রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক টাকা ফেরতের সত্যতা স্বীকার করে বলেন,সে সময় বষার্ মৌসুম থাকায় কাজটি করা সম্ভব হয়নি। পরবতর্ী সময় করার কথা থাকলেও বিভিন্ন কারনে সম্ভব না হওয়ায় টাকা ফেরত দিয়েছি। আগামীতে নতুন প্রকল্প নিয়ে অন্য কাজ করা হবে।
   কুড়িগ্রাম স্থানীয় সরকার শাখার বর্তমান উপ-পরিচালক (ডি ডি এল এম) মোছাঃ জিলুফা ইয়াছমিন সাথে বৃহস্পতিবার বিকেলে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

  রাজারহাট উপজেলা নিবার্হী কর্মকতার্ নুরে তাসনিম জানান, জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা থেকে রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে টাকা ফেরত প্রদানের নির্দেশ সংক্রান্ত একটি চিঠির অনুলিপি পেয়েছিলাম। পরে তিনি উক্ত টাকা ব্যাংক হিসাবে ফেরত প্রদান করেছেন বলে জেনেছি।
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *