হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুরে স্বামী-স্ত্রীর একসাথে বিষপানের ঘটনায় গৃহবধূ আশা খাতুনের মৃত্যু ও তাকে আত্মহত্যায় প্ররোচণাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা। সোমবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী হুমায়ুন কবির সূর্য, এনজিও কর্মী বদরুন্নেছা বীথি প্রমুখ। বক্তরা সালিসকারী ও অন্যান্য জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।