রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলার করাতি পাড়া গ্রামে আগুনে পুড়ে দগ্ধ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তায় জন্য নগদ অর্থ দেওয়া হয়েছে।
আজ সোমবার রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)নবীরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আগুনে দগ্ধ একই পরিবারের জাবেদা খাতুন(৭০), আছমা খাতুন(৩৫), আরিফ হোসেন(৪) কে উন্নত চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা এবং বাড়ি নির্মান করার জন্য দুই বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা সহায়তা করেন।এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাস।পরে পরিবাটিকে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে ঢাকার পাঠানো হয়।
এছাড়াও গত কয়েকদিন আগে উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার কালাপানি আশ্রয় প্রকল্পের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে আইয়ুব আলীর পুত্র হাসিনুর রহমান (১৮) নামের এক যুকের মৃত্যু হয়।পরে ওই পরিবারটির হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।