রাজীবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুরে ৬০০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার উপজেলার স্লুইসগেট এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে তাকে আটক করে রাজীবপুর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম আঃগনি সে রৌমারী উপজেলার বারবান্দা গ্রামের মৃত নাজীম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার (ওসি) তদন্ত নয়ন দাস জানান,মাদক নিয়ন্ত্রণ ও পাচার রোধে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।সিএনজি চালিত অটোরিকশার ওই যাত্রীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করলে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।