রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত অফিস সহকারীদের পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দুরীকরণ সহ দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করছে রাজীবপুর উপজেলায় কর্মরত সহকারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর রাজীবপুর শাখার উদ্যোগে এই কর্মবিরতি পালন করা হয়েছে।
কর্মবিরতি পালন উপলক্ষে আজ সোমবার রাজীবপুর উপজেলা পরিষদের সামনে বিভিন্ন দাবি সম্মিলিত ব্যানার হাতে মানববন্ধন করা হয়।কেন্দীয় কমিটির সিন্ধান্ত মোতাবেক দাবি আদায়ের লক্ষে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা করে স্থানীয় নেতৃবৃন্দরা।
কর্মবিরতি পালনের বিষয়ে কথা হয় অফিস সহকারী মিজানুর রহমানের সাথে তিনি বলেন আমাদের পদ গুলোতে কোন পদোন্নতি নেই। এছাড়াও নানা সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে এই কর্মবিরতি পালনের সিন্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ভাবে ।
কর্মবিরতি পালন কালে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা গ্রহিতাদের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আহবান জানানো হয়।এবং সংশ্লিষ্ট দের প্রতি দাবি মেনে নেওয়ার অনুরোধ করেন আন্দোলনকারীরা।