রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
মুজিব বর্ষের অঙ্গীকার মুক্ত হোক ভিক্ষাবৃত্তি শিক্ষা হোক দুর্নিবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজীবপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে উপজেলার ভিক্ষুকের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাজীবপুর গ্রামীন ব্যাংক কার্যালয়ে উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন ভিক্ষুকের মাঝে ৩০ কেজি চাল,৪ কেজি ডাল,তেল ২ লিটার,আলু ৮ কেজি, পেঁয়াজ ৪ কেজি,৪ পিছ সাবান এবং ৬০০শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক রাজীবপুর শাখার ব্যবস্থাপক মোঃ ফেরদৌস আহমেদ এবং সেকেন্ড অফিসার জুয়েল হোসেন প্রমুখ।
রাজীবপুর শাখা ব্যবস্থাপক ফেরদৌস আহমেদ,জানান,ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসতেই গ্রামীণ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।পূর্বেও এদের নানা ভাবে সহযোগিতা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন এই মানুষ গুলোকে খাদ্য সামগ্রী এবং আর্থিক ভাবে সাহায্য করা হলো।