রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে ধারন করে রাজীবপুর উপজেলার জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও জায়েদা আমিন অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা এ
কেএমএ ছালাম, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও সমবায়ীগণ প্রমুখ।

আলোচন সভায় বক্তারা বলেন, আশির দশকে কৃষি সমবায় সমিতিগুলো খুবই কার্যকর ছিলো। বর্তমানে এগুলো ঝিমিয়ে পরেছে। সমবায়ের মাধ্যমে মৎস্য, দুগ্ধ,পোল্ট্রি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব এবং এর মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ সহ স্থানীয় ভাবে কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *