রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। “ নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা ” শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে কৃষি ব্যাংক-থানা মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নারীর প্রতি সহিংসতা ও নারীর অধিকার সুরক্ষায় প্রচরনার লক্ষে এ মানববন্ধন কর্মসূচী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক, ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান, উপজেলা আ’লীগ সভাপতি মো. সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা কৃষকলীগ সম্পাদক মোশাররফ হোসেন বুলু প্রমুখ। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ব্র্যাক, আরডিআরএস, ইএসডিও, জননী সেবা সংস্থা, সিডিএ, ডুডুমরী গ্রাম উন্নয়ন সংস্থা সহ নিবন্ধিত মহিলা সমিতি সমুহ সহযোগিতা করেন ।