রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় জেলা কারাগার সহ ৫ টি কেন্দ্রে ১৮১৪ জন পরীক্ষার্থী গত ২ এপ্রিল ১ম দিনে পরীক্ষায় অংশ গ্রহন করেন।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, রাণীশংকৈল ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ৫৭৮ পরীক্ষার্থীর অনূপস্থিত ৫জন, মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ৫৮৯ পরীক্ষার্থী অনূপস্থিত ১০জন, নেকমরদ বঙ্গবন্ধু কলেজ পরীক্ষা কেন্দ্রে ১৭২ পরীক্ষার্থীর অনূপস্থিত ৩জন, আবাদতাকিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ঠাকুরগাও জেলা কারাগারে সাহেব জান নামে একজন সহ মোট পরীক্ষার্থী ১৮৬ জন,অনূপস্থিত ৩ জন, একই কেন্দ্রে একটি অংশে কারিগরি কলেজ পরীক্ষা অনূষ্ঠিত হয় এতে পরীক্ষার্থী ৩১৪ জন, অনূপস্থিত ৪ জন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, শান্তি পূর্ণ ভাবে ৫টি কেন্দ্রে পরীক্ষা অনূষ্ঠিত হয়েছে। এ জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে কেন্দ্র পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *