রাণীশংকৈল প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা সভাকক্ষ মিলনায়তনে ই-নামজারী সিস্টেম ব্যবহারকারীদের চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে মোঃ শফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঠাকুরগাও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুুল হক মাষ্টার, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন প্রমুখ। ভূমি সংস্কার বোর্ড একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এর আয়োজনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা কর্মসুচীর বিষয়ে বিস্তারিতভাবে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। কর্মশালা ৪মে থেকে ৭ই মে পর্যন্ত চলবে। ট্রেইনারের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খোকন প্রধান সহকারি।