রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রার্থী
হাফিজউদ্দিন আহমেদসহ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ইমদাদুল হক। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন,জেলা আ’লীগের সহ সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,
উপজেলা আ.লীগ সহ সভাপতি জবায়দুর রহমান,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আ.লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত
বসাক,কৃষক লীগ সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের,স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,মুক্তি যোদ্ধা সন্তান নুরুন্নবী চঞ্চল,ছাত্রলীগ নেতা তামিম হোসেনসহ অনেকে। এছাড়াও রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, নাঙ্গল মার্কার ভোটার সমর্থক ও স্থানীয় গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। জনসভায় বক্তারা- নাঙ্গল মার্কার এমপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ একজন যোগ্য, দক্ষ ও জনপ্রিয় নেতা এবং এলাকার উন্নয়নের রুপকার তাই আগামী ৭ জানুয়ারি নাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে উন্নয়নের ধরাকে অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *