রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে উত্তরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক স্কুলের টিন আত্মসাতের সত্যতা মিলেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলে মাত্র ৩৫টি ভাংগা টিন রাখা হয়েছে। টিন আত্মসাতের ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলীকে জিঙ্গাসাবাদ করা হলে বিষয়টি এড়িয়ে যান। এলাকাবাসির তথ্যমতে, উত্তরগাওয়ের সইফুল জানান তিনি সাড়ে তিন হাজার টাকায় আড়াই বান (২৫টি) টিন কিনেছেন। উত্তরগাও বাজারের সার ব্যবসায়ী মোস্তফা জানান তিনি ২০টি টিন নিয়েছেন। একই গ্রামের রহিম মিস্ত্রির পরিবারের লোকজন বলেন, উত্তরগাও স্কুলের হেড মাষ্টারের কাছ থেকে ২৫টি টিন কিনেছেন।
পুনরায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলীকে বলা হলে তিনি জানান, রেজুলেশন ছাড়াই টিন বিক্রী করা হয়েছে। এবং মোস্তফার দোকানে ২টি রাখা হয়েছে তিনি তথ্য গোপন করেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন চৌধুরী জানান, স্কুলের টিন বিক্রীর ব্যাপারে তিনি কিছুই জানেন না। ঘটনার সত্যতা পেলে তিনি আইনি ব্যবস্থা নিবেন বলে জানান।