mail.google

রাণীশংকৈল প্রতিনিধি

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের উপশহর নেকমরদ ভবানন্দপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (ভিপিএল ৫) পরিচালনা কমিটি সমাজ থেকে মাদক মুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। মঙ্গলবার আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আবু বক্কর সিদ্দিক মানিক, ব্যাংকার দবিরুল ইসলাম, ফারুক হেসেন প্রমুখ। খেলা পরিচালনা কমিটির পরিচালক সোহেল রানা, সহ পরিচালক কায়সার, রিপন, লিটন, মাসুদ, রাজু ও সহযোগি সদস্যদের নিজস্ব অর্থায়নে মহতি উদ্যোগে মাদককে না বলুন শ্লোগানকে সামনে রেখে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। নক-আউট ভিত্তিতে ১৬ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নেকমরদ ইলিভেন কিংস শাহিন(১২২) দল বালিয়াডাঙ্গী তরুন সংঘ (৮৬)কে ৩৬ রানে পরাজিত করে। এটি ভিপিএল এর ৫ম আসর চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *